জামালপুরে মাদারগঞ্জে সাবেক  ইউপি সদস্য জহুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী বর্তমান ইউপি সদস্য উজ্জ্বল কে গ্রেফতার করা হয়েছে৷ বুধবার বিকালে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ টিম৷ গ্রেফতারকৃত উজ্জ্বল উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার৷ এ ঘটনায় মোট ৮ জন কে গ্রেফতার করেছে পুলিশ৷ উল্লেখ্য যে গত ২২শে জুলাই (শনিবার) রাত আনুমানিক ১২ টার দিকে ফুলজোড় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার পিছনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে৷ গত রবিবার নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদল প্রামাণিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ  এবং কয়েক জনকে অজ্ঞাত আসামী  করে মামলা দায়ের করেন তিনি৷ মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুল হক  উজ্জ্বল মেম্বারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন৷ এবং বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে তাকে৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024