|
Date: 2023-07-27 12:27:16 |
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সমাপনী খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
© Deshchitro 2024