|
Date: 2023-07-27 14:21:06 |
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য এম এমদাদুল হক প্রতিবাদ বিবৃতি প্রদান করেন। উক্ত প্রতিবাদ বিবৃতিতে তারা উল্লেখ করেন, গত ২৫ জুলাই তারিখে বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ টুডে' নামক অনলাইন পত্রিকায় প্রকাশিত- ' 'মোরেলগঞ্জ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত ' -সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদটি আমাদেরকে ব্যথিত করে। প্রকৃতপক্ষে গত ২৫ জুলাই মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বা আমাদের অন্তর্গত কোন শাখা কমিটির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় নাই' মর্মে উল্লেখ করেন ওই প্রতিবাদ লিপিতে। সেখানে তারা আরও উল্লেখ করেন , ব্যক্তিগতভাবে যদি কেহ কোন সমাবেশ করে থাকে তা আমাদের জানা নাই। '
উক্ত প্রতিবাদ লিপিতে সংবাদাতাদের সতর্কতার সাথে যাচাই-বাছাই করে সংবাদ সংগ্রহের অনুরোধ জানান তারা। ২৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষে দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন দুলাল স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপি মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে প্রেরণ করা হয়।
© Deshchitro 2024