|
Date: 2023-07-27 18:01:42 |
সংবাদিক ছালেক উদ্দিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন
সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীধর পুর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য ছালেক উদ্দিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ২৭/০৭/২০২৩ ইং বৃহস্পতিবার বাদ আসর বিশ্বনাথ বাসিয়া ব্রিজের উপর বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব মানববন্ধন করেছে।
উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম তুহেম এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক কবি এস.পি সেবুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুল কাইয়ুম।
বক্তব্য রাখেন, রামপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নজরুল ইসলাম নিজাম, শ্রীধর গ্রামের বিশিষ্ট মুরব্বি ফয়জুল খান, সিলেট ল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বাতিন, ভিকটিম পরিবারের মধ্যথেকে বক্তব্য রাখেন, আশিক আলীর স্ত্রী, মিসবাহ উদ্দিনের মা ও স্ত্রী, লিটন আলীর স্ত্রী, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগ নেতা লায়েক আহমদ সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ আহতদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন বক্তারা।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাসেল রহমান, নির্বাহি সদস্য শ্রী অজিত চন্দ্র দেব ,সিলেট এবং অন্যান্য উপজেলা থেকে আগত বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024