কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে ‘আজকের পত্রিকার’ ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটায় অংশ নেন গণমাধ্যম ও রাজনীতিক কর্মীসহ সুধীজন।


এসময় তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে অল্পসময়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে আজকেরপত্রিকা। আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তিতে সাংবাদিক ও কলাকুশলীসহ সবাইকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুধীজন-বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।


পরে অতিথিরা কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন করেন।


আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন-জেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ,মুহাম্মদ আলী জিন্নাহ,আব্দুল কুদ্দুস রানা,ইকরাম চৌধূরী টিপু,সরওয়ার আজম মানিক,ফরহাদ ইকবাল, আজকের পত্রিকার প্রতিনিধি মইনুদ্দিন হাসান শাহেদ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024