শেরপুর জেলার ঝিনাইগাতীতে ১২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গৌরীপুর ইউনিয়নের কালাকুড়া গ্রামের মৃত গোলাপ হোসেনের পুত্র আরিফ মিয়া (৪২) ও আহাম্মদ আলীর পুত্র মঞ্জুরুল ইসলাম (২৫)। ২৭ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ ও মঞ্জুরুলের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ২৮ জুলাই শুক্রবার দুপুরে তাদেরকে শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024