ঢাকার উত্তরায় বিভিন্ন মামলার এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ৪২ লাখ টাকা জরিমানাসহ পরোয়ানাভুক্ত আসামি মো.মমিনুল হকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

আটককৃত মমিনুল হক গাজীপুরের জয়দেবপুরের  বি কে বাড়ি এলাকার মৃত বিল্লাল হক ছেলে।

আজ শনিবার বেলা সাড়ে তিন টায়  র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি  এ তথ্য নিশ্চিত করে জানান।


গাজীপুরের র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান,গোপন ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি যে সাজাপ্রাপ্ত  ও গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত আসামি ঢাকার উত্তরা
পশ্চিম থানাধীন হাউজ বিল্ডিং এলাকায় আত্মগোপন করে আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ক্যাম্পের র‍্যাব সদস্যদের নেতৃত্বে গতকাল রাত সাড়ে আটায় অভিযান পরিচালনা করে দায়রা নং-২১৪৭/১৮,
সিআর ৫৯০/১৮(পাবনা), সিআর ২৭১/১৯,সিআর ১০৪/২১(কাফরুল)ও  সিআর-১৬১৯/১৯ মামলা সমূহের এক বছরের
বিনাশ্রম কারাদন্ড ও ৪২ লাখ টাকা জরিমানাসহ পরোয়ানাভুক্ত আসামি মো. মমিনুল হককে গ্রেফতার করা হয়।

এক প্রশ্নের জবাবে কোম্পানী অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিনুল হক এইসব ঘটনা সাথে জরিত বিষয়টি স্বীকার করেছে।আসামি মামলার পর হতে ছদ্মবেশ ধারন করে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন আত্মগােপনে ছিল।তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে  হস্তান্তর করা হয় ।






প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024