|
Date: 2023-07-28 09:24:54 |
আদমদীঘির সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১৪ পিস নেশার এ্যাম্পলসহ আতিকুর রহমান ওরফে শিবলু (২৯) নামের এক জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। সে পার-নওগাঁ দক্ষিনপাড়ার আলম সরকারের ছেলে। গত বহস্পতিবার (২৭ জুলাই) রাতে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি কামরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে সান্তাহার রেলওয়ে পুলিশ ট্রেনে ডিউটি করা কালে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার স্টেশনে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি কামরা থেকে আতিকুর রহমান ওরফে শিবলুকে আটক করে তল্লাশি করা সময় পড়নের প্যান্টের পকেটে রাখা ১৪ পিস এ্যাম্পল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024