|
Date: 2023-07-28 11:56:23 |
টেকনাফের হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার নূরানী বিভাগের ফারিহা আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তার পরিবার। পরে ভিকটিমের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করছেন করেছেন অপহরণকারীরা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা বাজার থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে বিষয়টি জানিয়েছেন ভিকটিমের মা জেসমিন আক্তার।
অপহৃত কিশোরী ফারিহা আক্তার (৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মৌলভী বাজারের ছানা উল্লাহ এর মেয়ে।
ভিকটিমের মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার রাত ৭টার দিকে আমার মেয়ে ফারিহা হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তার চাচির বাড়ি থেকে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমার কাছে ফোন করে মুক্তিপন হিসাবে ৫ লাখ টাকা দাবি করছেন অপহরণকারীরা। এঘটনার পর রাতে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তবে এখনো পর্যন্ত আমার মেয়ের কোন সন্ধান মেলেনি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ফারিহা(৮) নামের মাদ্রাসা পড়ুয়া ছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে একটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য, গত ৮ মাসে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেলে, কৃষক, টমটম (ইজিবাইক) চালক, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ী সহ ১০০ জনের অধিক ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। এরপরে টমটম (ইজিবাইক) চালক সহ ৪জন ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপন না পেয়ে তাদের হত্যা করা হয়েছিল। আর যারা অপহরণের শিকার হয়েছিল তারা প্রত্যেকে অপহরণকারী সন্ত্রাসীদের মোটা অংকের মুক্তিপনের টাকা দিয়ে বাড়িতে ফেরত আসেন।
© Deshchitro 2024