|
Date: 2023-07-28 15:28:06 |
সবাই সবকিছু পারে না
যারা ভাবে আমি সব কিছু পারি
তারা আর যাইহোক পারার দলে পরে না।
সবাই সহজ করে ভাবতে পারে না
যারা সহজ করে ভাবতে পারে
তাদের জীবনটা আবার সহজ হয় না।
সবাই অল্পতে খুশি হয় না
যারা অল্পতে খুশি হয়
তাদের কপালে আবার অল্পটাও জোটে না।
সবাই মন খুলে হাসতে পারে না
যারা মন খুলে হাসতে পারে
তাদের হাসিটা আবার অভিনয় ছাড়া কিছুই না।
সবাই মনের প্রেমে পড়তে পারে না
যারা মনের প্রেমে পড়ে
তাদের প্রেম গুলো আবার গুরুত্ব পায় না।
সবাই টাকা-পয়সা, রূপ-যৌবনকে
উপেক্ষা করতে পারে না
যারা উপেক্ষা করতে পারে
তাদেরকে আবার সঠিকভাবে কেউ
মূল্যায়ন করতে পারে না।
মানব জীবন বড্ড অদ্ভুত!
যার আশা যত কম তার পাওয়াটাও ততোটাই কম
আমরা যে যেমন ধারার তার কপালে তার বিপরীত ধারার মানুষটাই জোটে
এমনি করেই পাওয়া- না-পাওয়ার নানান হিসাব কষতে কষতে জীবনটা যায় কেটে।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024