একমত একজোট আদর্শই নীতি হোক এই স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশন দীর্ঘ ৫ বছর ধরে গঠনতন্ত্র অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের সর্বসম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে (১৫ সেপ্টেম্বর ২০২২) শহরের পৌর এ্যডওয়ার্ড পার্কে  এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংগঠনের সিনিয়র সদস্য মোঃ রতন মন্ডল এর সভাপতিত্বে সংগঠনের সাবেক সভাপতির বিবৃতি অনুসারে বিগত কার্যনির্বাহী কমিটির বাৎসরিক অর্থ বছরের হিসাব নিকাশ প্রদান করেন।

এসময় সংগঠনের সিনিয়র সদস্য মোঃ রতন মন্ডল এর সভাপতিত্বে এবং উপস্থিত সাধারন সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠনতন্ত্র অনুযায়ী পুনরায় বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


কমিটিতে মোঃ রাফিউল ইসলাম সোহেলকে সভাপতি, মোঃ আব্দুর রহিম জয়’কে সাধারণ সম্পাদক এবং মোঃ বাবু মিয়া’কে সাংগঠনিক সম্পাদক করা হয়।


এরপর বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির পক্ষথেকে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সুলতান মাহমুদ খান রনি এবং বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ বগুড়া জেলা শাখার সাংস্কৃতিক ও নাট্য বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল হাসান মুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় কালে বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পাশে থাকার আশ^াস দেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024