|
Date: 2023-07-28 16:33:20 |
ফরিদপুরের ভাংগা উপজেলায় ১৫১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম (ভাংগা জোন)।
ফরিদপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও ভাংগা জোনের অফিসার ইনচার্জ (ওসি ডিবি)মোহাম্মদ মামুনুর রশীদ এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ জুলাই) ৩.৫৫ ঘটিকার সময় ফরিদপুরের ভাংগা উপজেলার রশিবপুরা এলাকার আক্তার মুন্সীর বসত বাড়ীর পিছনে পাকা রাস্তার উপর হইতে আজিমনগর গ্রামের মৃত এসকেন ফকিরের পুত্র আসামি নজরুল ফকির (৩৭) কে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
আটকের এবিষয়ে নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ভাংগা জোন)মোহাম্মদ মামুনুর রশীদ জানান,আসামি নজরুল ফকির এক জন মাদক ব্যবসায়ী।দীর্ঘদিন থেকে এই মাদক ব্যবসার সাথে জড়িত।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ শুক্রবার (২৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024