|
Date: 2023-07-28 17:48:09 |
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় পুলিশ ও জামায়াত-শিবির নেতাকর্মী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের একজন সহকারী কমিশনার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর হয় পুলিশের একটি ভ্যানসহ কয়েকটি যানবাহন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে আগ্রবাদ চৌমুহনী মোড় এলাকায় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানসহ সকল বন্দীদের মুক্তি , দ্রব্যমূল্যের উধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে ও সাংবিধানিক অধিকার সভা- সমাবেশ করতে না দেওয়া প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর জামায়াতে একটি বিক্ষোভ মিছিল আগ্রাবাদ থেকে চৌমুহনী মোড়ে এলে পুলিশের সাথে সংঘের্ষ ঘটে।
জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, জামায়াত-শিবিরের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনার পরপরই স্হানীয় একজন কাউন্সিলের নেতৃত্বে আগ্রাবাদ এলাকায় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রর্দশন করে।
© Deshchitro 2024