কক্সবাজারের  কুতুবদিয়ায় পুকুরে ডুবে আদিল নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

২৮ জুলাই(শুক্রবার) সকাল ৭ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আদিল ওই এলাকার হারুনুর রশিদের ছেলে।

তথ্য নিয়ে জানা যায়, সকাল  ৭ টার দিকে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির সামনের পুকুরে যায় আদিল। দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসায় এদিক ওদিক খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন।


 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024