|
Date: 2023-07-29 05:20:16 |
◾মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা : নেত্রকোণা জেলায় ঐতিহাসিক ও অবিস্মরণীয় প্রীতি ফুটবল খেলা গতকাল (২৮ জুলাই) নেত্রকোণা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহণ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ হবিগঞ্জ ও আরিফ খান জয় ফুটবল একাদশ নেত্রকোণা।
অতিরিক্ত দর্শক নিয়ন্ত্রণে প্রশাসনকেও হিমশিম খেতে হয়েছে। নেত্রকোণায় ইতিপূর্বে এত দর্শক কোন খেলায় উপস্থিত হয় নি। অনেক দর্শক বলেন বাংলাদেশে এত পরিমান দর্শক কোন খেলায় উপস্থিত হয় নি বলে মন্তব্য করেন।
জানা যায়, নির্ধারিত সময়ের পূর্বেই দর্শকে মাঠ পরিপুর্ণ হয়ে যায়। মাঠে তিল ধারনের সম স্থান খালি ছিল না। স্টেডিয়ামের বাহিরেও লক্ষাধিক দর্শক অবস্থান করছিল। তারা মাঠে প্রবেশ করতে না পেরে নিরাশ হয়ে ফিরে যান। অতিরিক্ত দর্শকের ভীর ঠেকাতে খেলার সময় কমিয়ে একঘন্টায় আনা হয়। ৩০ মিনিট করে এঘন্টায় খেলা শেষ করা হয়।
খেলায় কোন দলই গোল করতে পারেন নি। ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ০(শূণ্য),আরিফ খান জয় ফুটবল একাদশ ০(শূণ্য)।
© Deshchitro 2024