সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সোর্স পরিচয়ে ছিনতাইকালে ডালিম নামে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে স্থানীয় এনজিও কর্মীরা।

শুক্রবার(২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ^রীপুর ইউপির বংশীপুর গ্রামের মিনা মসজিদের সামনের সড়কে ঘটনাটি ঘটে এবং সেখান থেকে ডালিমকে আটক করা হয়।

এ সময় জাহিদুল ও বাদশা নামে দুই সহযোগি পালিয়ে গেলেও ডালিমকে আটক করেন তিন এনজিও কর্মী। পরে তাকে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটক ডালিম ঈশ^রীপুর ইউপির বংশীপুর গ্রামের অজিয়ার গাজীর পুত্র। পালিয়ে যাওয়া জাহিদুল ও বাদশার বাড়ী বংশীপুর গ্রামে। জাহিদুল হামজার আলী মিস্ত্রী ও বাদশা আব্দুর রহিমের পুত্র।

ছিনতাইকারীর কবলে পড়া উপজেলার বাদঘাটা গ্রামের বাসিন্দা ও বারসিকের লিয়াজো কর্মকর্তা গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান জানান পরানপুর গ্রামে বন্ধুর বাসায় নিমন্ত্রণ খেয়ে রাতে তারা দুই জন সহ অপর এনজিও কর্মী জগবন্ধু  বাসায় ফিরছিলেন এ অবস্থায় বংশীপুর মিনা মসজিদের সামনে পৌঁছালে তিন যুবক গতিরোধ করেন। ডালিম সহ অপর দুই জন পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন কিছু জানতে চাওয়ার এক পর্যায়ে তাদের কাছে থাকা ক্যামেরা, ব্যাগ, মোবাইল ছিনতাই করার চেষ্টা করলে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিচয়পত্র দেখানোর কথা বললে তিন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এ সময় ছিনতাইকারী ডালিমকে ধরে ফেলেন। অপর দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়। পর শ্যামনগর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ডালিমকে আটক করে থানায় নিয়ে আসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024