ঢাকার ধামরাইয়ে এক অনুষ্ঠানে বর্তমানে সংসদকে রেখে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম.এ মালেক কে প্রধান অতিথি করায় দলীয় পদ হারালেন আওয়ামীলীগনেতা আব্দুল লতিফ মিয়া।


 তাকে ধামরাই উপজেলা আওয়ামীলীগেরর প্রাথমিক সদস্যপদ সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি লতিফের হাতে এলে তা জানানো হয়। এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে তৃণমুল নেতাকর্মীদের মধ্যে।


আব্দুল লতিফ মিয়া সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্র জানায়, লতিফ পৌর এলাকার মলয়ঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করেন। এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহাম্মদকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম.এ মালেক কে প্রধান অতিথি করেন। এতে বর্তমান সংসদ সদস্য ও তার অনুসারীরা লতিফের উপর ক্ষুদ্ধ হয় এবং তাকে দলীয় পদ থেকে বাদ দিন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024