|
Date: 2023-07-29 11:17:36 |
পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কক্সবাজার শাখার উদ্যোগে খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরিফ, কিয়াম, আখেরী মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ৬নং ঘাট এলাকায় হযরত ইমাম হোসাইন (রা.) ও হযরত ইমাম হাসান (রা.) সহ কারবালার ময়দানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, কক্সবাজারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চিশতি জানান, কক্সবাজারের এ কার্যক্রম দীর্ঘ ২০ বছর ধরে চলে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ কার্যক্রমের মাধ্যমে সমাজ অনেক শিক্ষা গ্রহণ করবে মনে করেন কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী ।
এসময় আগত হাজারের অধিক এতিম ও এলাকাবাসীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সকলকে তবরুক পরিবেশন হয়।
© Deshchitro 2024