সিরাজগঞ্জের বিশিষ্ট নৃত্য শিল্পী শাহনেওয়াজ মিন্টু রাজশাহী জেলা পর্যায়ে নৃত্যতে দ্বিতীয় স্থান অধিকার করে ক্রেস্ট গ্রহণ করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, এমপি এর সংগে সৌজন্য সাক্ষাত ও রাজশাহী বিভাগে নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় সিরাজগঞ্জের অভিভাবক ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির মহোদয় হাতে হতে পূনরায় সন্মাননা ক্রেস্ট আবার গ্রহণ করে বিশিষ্ট নৃত্য শিল্পী শাহনেওয়াজ মিন্টু। তিনি জন্মসূত্রে একজন সিরাজগঞ্জের কৃতি সন্তান ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতির অঙ্গনে অনুপ্রবেশ তার পিতা একজন বোম্বের জনপ্রিয় অভিনেতা আব্দুল বারী খান,ইতিপূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি আওয়ামী পরিবারের সন্তান, ছিলেন। 

  শাহনেওয়াজ পারিবারিক সূএেই সাংস্কৃতিক সাথে সম্পর্ক পিতা অনুপ্রেরণার উৎস সাংস্কৃতিক জগতে একজন নিত্যশিল্পী হিসেবে তার গড়ে ওঠাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য। মানুষকে আনন্দ বিনোদন দেওয়াই তার কাজ সাধারন গরীব ঘরের ছেলে। দারিদ্র্যতা তার জীবনের নিত্য সংগী হওয়া সত্বেও সে নিজেকে নৃত্য শিল্পি হবার পেছনের বাধা হতে দেইনি দারিদ্রতাকে। তিনি একটি ছোট চাকুরী করেন অফিস সহকারী ও কর্মব্যস্ততা মধ্যেদিয়ে তার জীবন, নৃত্যর জন্য সময় বের করেন তিনি। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মডার্ণ ড্যান্স একাডেমির বি এ কলেজ রোডস্থ ওস্তাদ মিস্টার বজল শেখ এর ছাএ। আর দশজন সাধারন মানুষের মত তার জীবনটার উখান পতনের কাহিনি রয়েছে। শাহনেওয়াজ বিশ্বাস করে সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হল সুস্থ সাংস্কৃতিক চর্চা। তাই সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতি চর্চার কোন কিল্প নেই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024