কুড়িগ্রামে নদ-নদী গুলোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বিভিন্ন প্রজাতির ১২ হাজার গাছের চারা রোপণ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। রোববার সকালে তিস্তা নদীর বুড়ির হাট সলিড স্পারে গাছের চারা রোপণের উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপবিভাগীয় প্রকৌশলী রাফসান জানি প্রমূখ।




উদ্যোক্তরা জানান, পানি সম্পদ মন্ত্রনালয়ের দেশব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ১২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি নেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, খালের ডাইক, বিভিন্ন স্ট্রাকচার সংলগ্ন খোলা জায়গা ও অফিস চত্বরের পরিত্যক্ত জায়গায় বৃক্ষ রোপন করা হবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024