কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা প্রশাসনিক প্রশিক্ষনে অংশ গ্রহণের জন্য ১৩ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন।

আজ রবিবার (৩০ জুলাই) ইন্ডিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

এর আগে গত বৃহস্পতিবার তিনি ভারত সফর উপলক্ষে তার স্বীয় কর্মস্থল কুলিয়ারচর ত্যাগ করেছেন। ইউএনও সাদিয়া ইসলাম লুনা সরকারি ভাবে ভারত সফরকালে মিড ক্যারিয়ার ট্রেনিং অন ফিল্ড এডমিনিষ্ট্রেশন অব বাংলাদেশ সিভিল সার্ভেন্ট (mid-career training on field administration for civil servants of bangladesh) শীর্ষক ৬৫ তম ব্যাচের প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন। সেখানে তিনি ১৩ দিন অবস্থন করবেন। তিনি ভারতের ন্যাশনাল অব গুড গভর্নেন্স এলবিএসএনই প্রশিক্ষণে অংশ নিবেন।

ভারত সফর প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাদিয়া ইসলাম সাংবাদিকদের বলেন আগামী ৩১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত ভারতের উক্ত প্রশাসনিক প্রশিক্ষণে অবস্থান করবেন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করবেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামীম হুসাইন ।

ইউএনও সাদিয়া ইসলাম লুনা এই প্রশিক্ষণ সফরে যাওয়ার প্রাক্কালে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024