|
Date: 2023-07-30 12:28:08 |
বিএনপি সংঘটিত অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৩০জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে আদমদীঘি বাসষ্ট্যান্ড দলীয় চত্বরে উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কৃষকলীগ সভাপতি আব্দুল্লাহ আল হামীম বাবু, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু, শাকিব আল হাসান প্রমূখ।
© Deshchitro 2024