|
Date: 2023-07-30 12:31:49 |
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে: পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)
পর্যটন জেলা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে। তাই পুলিশ এবং সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় সুন্দর সমাজ গঠন করা সম্ভব বলে তিনি মনে করেন।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার (৩০ জুলাই) দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহসিন প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমেদ, সাংবাদিক সারওয়ার আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ এস এম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সহ সভাপতি নূরুল ইসলাম শেফুল ও অশোক কুমার দাশ, দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা নজরুল ইসলাম মুহিব, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইমজার সাধারণ সম্পাদক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ দুলাল আহমদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিকরা।
মতবনিমিয় সভায় নতুন এসপি মোঃ মনজুর রহমান পিপিএম (বার) দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়ার পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
© Deshchitro 2024