শোরের অভয়নগরে আকিজ জুট মিলে উদ্বোধন হল “শুভ পাট খরিদ ২০২৩-২০২৪” অনুষ্ঠান। রবিবার (৩০ জুলাই) আকিজ জুট মিলস্ লিঃ এর দরবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে শুভ পাট খরিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুরস্কের ক্রেতা মুস্তফা একিন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপড়া পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, তুরস্কের অন্যান্য ০৫ জন ক্রেতা, প্রতিষ্ঠানের নির্বাহী শেখ আব্দুল হাকিম ও পাট বেপারীগণ । 

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সেন্ট্রাল ওয়েব্রিজ স্কেল সম্মুখে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পাটের গাড়ি হতে পাট আনলোড করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি ও উপস্থিত মেহমানগণ । এসময় সেখ নাসির উদ্দিন সিআইপি পাট বেপারীদের উদ্দেশ্যে পাটের সেই সোনালী জগত ফিরিয়ে আনার লক্ষ্যে উন্নত জাতের মাথার মাথা পাট, শক্ত আঁশ ও শুকনা পাট দিতে পরামর্শ দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024