|
Date: 2023-07-30 14:04:46 |
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন ও মৎস্য জীব বৈচিত্রতা বিষয়ে মৎস্যজীবি ও মৎস্য চাষীদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর আয়োজনে উক্ত সচেতনতা সভায় সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন FAO এর ফিল্ড কো-অর্ডিনেটর জনাব ড: মোহাম্মদ শফি উল্লাহ্।
আজ রবিবার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার জনাব মো: আখতারুজ্জামান এর সঞ্চালনায়- প্রধান অতিথি বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছা: সুফিয়া খানম সাথী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: খালেদ সাইফুল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোখলেছুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো: হারুন অর রশিদ, মৎস্য জীবিলীগের জগন্নাথপুর উপজেলার শাখার সদস্য সচিব বাবুল দাস প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী মৎস্যজীবি ও মৎস্য চাষীগণ জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন থাকবেন এবং মৎস্য জীব বৈচিত্রতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালনে অভ্যস্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য অফিস মো: রফিকুল ইসলাম, অভিক দাস,যুগ্ম আহবায়ক শফিক মিয়া,পরিতুষ সরকার,বিকাশ রঞ্জন দাস,মো: মুজিবুর রহমান, নুরুল ইসলাম নুনু গাজী সহ আরো অনেকেই।
© Deshchitro 2024