|
Date: 2022-09-18 06:36:36 |
মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-রাজধানীর পল্লবী সহ সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরিষাবাড়ি উপজেলা বিএনপির আজকের বিক্ষোভ সমাবেশ,
প্রধান অতিথি: জননেতা ফরিদুল কবির তালুকদার শামীম - সভাপতি জামালপুর জেলা বিএনপি
বিশেষ অতিথি - সাবেক পৌর মেয়র, উপজেলা যুবদলের আহবায়ক, এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন সাহেব।
আবদুল আওয়াল স্যার, জহুরুল ইসলাম পিন্টু, গোলাম রাব্বানী লেকু, চান মিয়া চানু,জাহাঙ্গীর কবীর, শিপন স্যার, খায়রুল আলম শ্যামল স্যার, সহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্বে - আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ - আহবায়ক সরিষাবাড়ি উপজেলা বিএনপি।
© Deshchitro 2024