এসএসসি পরীক্ষা ২০২৩ এ জিপিএ - ৫ পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সারটিয়া গ্রামের দম্পতি পল্লী চিকিৎসক আনন্দ মোহন তরফদার ও ভারতী রানী তরফদারের দুই ছেলে প্রদীপ তরফদার ও দিলীপ তরফদার। প্রদীপ ও দিলীপ উপজেলার ভাতগ্রাম কৈলাস রাখাল শ্রীবাস ইনিস্টিটিউশনের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ২০২৩ পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের স্কুল থেকে জানা যায় যে পুরো স্কুলের মধ্যে শুধু প্রদীপ দিলীপ এই দুই জনই জিপিএ- ৫ পেয়েছে। প্রদীপ ও দিলীপের বাবা আনন্দ মোহন তরফদার জানাই প্রাইমারি স্কুল থেকেই প্রদীপ ও দিলীপের ক্লাস রোল ১ ও ২ থাকতো সেই ধারাবাহিকতায় তারা আজকে এই পর্যন্ত এসেছে। প্রদীপ ও দিলীপের কাছে তারা ভবিষ্যতে কি হবে এই প্রশ্ন জানতে চাইলে তারা দেশচিত্র কে বলে যে তাদের মেডিকেলে পড়া শুনা করে ডাক্তার হওয়ায় স্বপ্ন আছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024