ভালো আছি!

এর থেকে বড় মিথ্যে মনে হয় না,

এখন আর অন্য কিছু হয়।

প্রতিদিন প্রতিনিয়ত এখন আমরা 

"কেমন আছেন"? কেউ জানতে চাইলেই

"ভালো আছি'র" সাইনবোর্ড ধারি হয়ে

খুব সহজেই "ভালো আছি" বলে দেই।

আসলে "ভালো আছি" বলে বলি, 

বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়।

কেউ কেউ বলি কথা বাড়াতে চাই না বলে 

কেউবা আবার বলি যাতে সে আবার 

আঘাত করার কোন সুযোগ না পায়।।

কাটা ঘায়ে নুনের ছিটা কতোই না শুনেছি 

কিন্তু এ যুগে এসে সেটার মাত্রা যেন

অতিরিক্ত পরিমাণেই দিয়েছে হানা।

কেউ আর কাউকে এখন দুঃখের কথা বলে না

নিজের দুঃখ কষ্টের বোঝা নিজেই বয়ে বেড়ায় 

বলে হালকা হতে গিয়ে পরিমাণ বাড়াতে চায় না।।

"ভালো আছি" শব্দটিকে যে -

পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে

কত মেকাপে প্রলেপ দেওয়া লাগে,

তা শুধুমাত্র জীবন নামের রঙ্গমঞ্চের-

একজন তুখোড় অভিনেতাই জানে! আরও জানে 

এ শিল্প ধারণ করে কেউ জীবনের কোন ভাগে।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024