|
Date: 2023-07-30 14:56:36 |
অধিকার আর সম্মানের জায়গাটা যেখানে শূন্য,সেখানে প্রত্যাশা রাখাটা শুধু ভুলই নয়,বরং বোকামিও বটে। যেখানে অধিকার নেই,সেখানে আপনার গুরুত্ব কিংবা সম্মান না থাকাটাই স্বাভাবিক। আর যেখানে সম্মান আর গুরুত্ব না থাকে,সেখানে নিজেকে কখনোই আঁটকে রাখতে পারবেন না–আঁটকে রাখা যায়ও না।
যেখানে সম্মান আর অধিকার ব্যপারটা খর্ব হয়ে যায়,সেখানে নিজেকে আঁটকে রেখে ছোট করার তো কোনো মানে নেই। নিজের সম্মানে যখন আ ঘা ত লাগতে থাকে,তখন মানুষ শুরু থেকেই তা টের পায়। আর টের পাওয়ার পরেই নিজেকে সরিয়ে নিয়ে আসতে না পারলে,নিজের গুরুত্বও সেখানে হ্রাস পায়!দিনের পর দিন সেখানে মানসিক যন্ত্রণা আর নিজের কাছে নিজেকেই অসহায় লাগতে শুরু করে!
অধিকার আর সম্মান ব্যপারটা এমন,যা আপনি কখনোই জোর করে আদায় করে নিতে পারবেন না।আর যেখানে আপনার অধিকার বজায় থাকবে,সেখানে আপনার গুরুত্ব আর সম্মানও বজায় থাকবে।
একটিবার ভেবে দেখুন তো;
যেখানে আপনার অধিকার আর সম্মানের জায়গাটা একবার নষ্ট হয়ে গেছে,সেখানে আপনার আগের মতো গুরুত্ব আদৌ আছে কিনা।যদি না থাকে,তবে সেখানে কি যন্ত্রণা ছাড়া আর কিছু পাচ্ছেন?নিশ্চয়ই না।
পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজস্ব আত্মসম্মানবোধ রয়েছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মূল্য অবশ্যই আছে। যেখানে মূল্য বা গুরুত্ব পাচ্ছেন না,সেখানে সম্মানের জন্য কারো দ্বারস্থ না হয়ে বরং নিজেকে মূল্যবান ভেবে তাদের কাছে কোনো প্রত্যাশা রাখাটা বাদ দিয়ে দিন।বিশ্বাস করুন,এভাবে দিনের পর দিন নিজের আত্মসম্মানে আ ঘা ত দেয়ার সুযোগ দিলে,তারা আপনাকে মানসিক যন্ত্রণাই দিবে বৈ শান্তি কখনো দিবে না।
লেখক :প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024