|
Date: 2023-07-30 15:18:19 |
বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী প্রেসক্লাব বগুড়ার “শেরপুর প্রেসক্লাব” এর বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়া মমইন বিনোদন জগতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু,সাপ্তাহিক বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, কালেরকণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শাওন, সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য আব্দুল আলীম, জাহাঙ্গীর ইসলাম, সদস্য আশরাফুল আলম পুরুণ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সংগঠনিক ও আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে প্রতিবেদনটি আলোচনা-পর্যালোচনা শেষে সর্বস্মতিক্রমে অনুমোদিত হয়। এদিকে প্রেসক্লাবের সাংবাদিকদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। শেষে র্যাফেল ড্র’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© Deshchitro 2024