আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় সোনাইমুড়ী থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে ও সোনাইমুড়ী থানার এস আই শাহ আলমের সঞ্চালনায় মোঃ এস আই আনোয়ারের কোরআন তেলয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার চাটখিল সার্কেল নিত্যানন্দ দাস। এই সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশ সদস্যগণ, মুক্তিযোদ্ধা প্রজন্ম মোঃ শাহজাহান, সাংবাদিক জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী থানার এস আই মোঃ বাছির, অর্মত্য মজুমদার, গেয়াস উদ্দিন, এ এস আই রোমান মিয়া, ইব্রাহিমসহ সোনাইমুড়ী থানার পুলিশ অফিসারগণ, মোঃ নুরুল আলম মাসুদ বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর নোয়খালী আঞ্চলিক শাখা ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী সুলতান আহসান উদ্দিন বিট পুলিশের উদ্দেশ্যে বলেন, একটা অপরাধ ঘটার আগে আমরা যেন আগাম তথ্য পাই। আপনারা নির্দ্বিধায় আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমাদের। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক বিট পুলিশের উদ্দশ্যে তার বক্তব্যে তিনি বলেন, আপনারা যে পরিমান তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। এই সময়ে প্রধান অতিথি নিত্যানন্দ দাস তার বক্তব্যে বলেন, পুলিশ জনগনের বন্ধু, জনগনের জান-মাল রক্ষা করা পুলিশের একান্ত দায়িত্ব। আপনার এলাকায় যে কোন অপরাধ ঘটলে তাৎক্ষনিক পুলিশকে অবগত করবেন। পুলিশ আইন মোতাবেক পদক্ষেপ নিবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023