|
Date: 2023-07-31 00:00:36 |
🔰🔰 Program schedule ( প্রোগ্রাম সিডিউল ) পাঠাতে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন।
✳️ Send program schedule ( সেন্ড প্রোগ্রাম সিডিউল ) অপশনে ক্লিক করে প্রোগ্রাম ক্যাটাগরি সিলেক্ট করুন।
ধরুন: আপনি রাজনৈতিক কোনো অনুষ্ঠানের সময়সূচি দিতে চাচ্ছেন তাহলে political অপশনটি সিলেক্ট করুন।
✳️ Type ( টাইপ ) অপশনে ক্লিক করুন। অর্থাৎ, আপনার অনুষ্ঠান সময়সূচি টি উপজেলা পর্যায়ে দিতে চাইলে উপজেলাতে সিলেক্ট করুন।
✳️ Title ( টাইটেল) অপশনে অনুষ্ঠান সময়সূচীর শিরোনাম লিখুন।
✳️ Details ( ডিটেইলস ) অপশনে অনুষ্ঠান সময়সূচীর বিস্তারিত তথ্য গুলো লিখুন। লেখার সাইজ ১৭/১৮ করে দিন।
✳️ Program Start date ( প্রোগ্রাম স্টার্ট টাইম) অপশনে অনুষ্ঠানটি কবে থেকে শুরু হচ্ছে তা লিখুন। প্রথমে মাস, পরে দিন তারিখ এরপর বছর লিখুন।
উদাহরণ: 03/20/2023
তদ্রূপ program end date এটার মতো সময় অনুযায়ী দিবেন।
✳️ Program starts time অপশনে অনুষ্ঠান শুরু কখন থেকে শুরু হবে তা উল্লেখ করে লিখবেন। পাশাপাশি program end time এ শেষ হবার সময়টা লিখবেন।
✳️ Program location ( প্রোগ্রাম লোকেশন) অর্থাৎ , অনুষ্ঠান কোন জায়গায় বা কোথায় হবে সেটি উল্লেখ করে দিবেন।
✳️ "আয়োজক" অপশনে অনুষ্ঠানটি কারা আয়োজন করছে তাদের নাম লিখুন। পাশাপাশি অনুষ্ঠানটি যদি টিকিট বিক্রি বা ক্রয়ের ক্ষেত্র হয় তাহলে টিকিট মূল্য এবং টিকিট প্রাপ্তির জায়গা ও যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেন।
✳️ অনুষ্ঠানের কোন ছবি বা ব্যানার তৈরি করে photo অপশনে সাবমিট করুন।
সর্বশেষ, submit অপশনে ক্লিক করুন।
© Deshchitro 2024