বিএনপি, জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, মাসুদ হাসান তূর্ণ, ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, উপজেলা স্বাশিপ সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক জুয়েল তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরীফুজ্জামান আকন্দ রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। 

অন্যদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বিজয় চত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তরা বিএনপি জামাত শিবিরের যড়ন্ত্রের প্রতিবাদ করে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024