|
Date: 2023-07-31 07:35:30 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শামসুল ইসলাম শামীম এর কন্যা সাদিয়া ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। সে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের পরীক্ষার মধ্যে তার অর্জিত নম্বর ১১৬৬।
গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত সাদিয়া ইসলাম এশা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটির সদস্য এবং দৈনিক জবাবদিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম এর কন্যা।
গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া ইসলাম এশা জানান, গোল্ডেন জিপিএ-৫ পেয়ে আমি বেশ আনন্দিত। আমার এ অর্জনের পেছনে উৎসাহ এবং প্রেরণা যুগিয়েছেন শ্রদ্ধেয় বাবা-মা, দাদা-দাদি ও সম্মানিত শিক্ষকমন্ডলী। আমার সাফল্যের জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের মানুষের কল্যাণে কাজ করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে সবার কাছে দোয়া চেয়েছে সাদিয়া।
© Deshchitro 2024