|
Date: 2023-07-31 11:10:08 |
দাগনভূঞা বাজারে সোমবার ফাজিলের ঘাট রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নাহিদা আক্তার তানিয়া এবং সহকারী কমিশনার(ভূমি), মেহরাজ শারবীন।এসময় দত্ত ফার্মেসী, সোহাগ ফার্মেসী, নিউ লতিফ ফার্মেসী, মেসার্স লতিফ ফার্মেসী,মেসার্স আহাম্মদ ফার্মেসী ও
মেসার্স সফি ফার্মেসীকে বিক্রয় নিষিদ্ধ ঔষধ বিক্রয় ও মজুদ রাখা সহ বিভিন্ন অভিযোগে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৬ টি মামলায় মোট ৩০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।প্রসিকিউসন দাখিল করেন। মৌসুমী আক্তার,সহকারী পরিচালক এবং প্রিয়াঙ্কা দাশ গুপ্তা,ঔষধ পরিদর্শক, জেলা কার্যালয় ফেনী। মোবাইল কোর্টে দাগনভূঞা থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।
© Deshchitro 2024