|
Date: 2023-07-31 11:21:34 |
বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার অভিযোগ তোলে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১) বিকেলে ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখের উদ্যোগে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শেষ। পরে সেখানে শান্তি নামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু প্রমূখ।
বক্তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলনের নামে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার অভিযোগ তোলেন। তাঁরা বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এছাড়া উপজেলা আওয়ামী লীগে বিএনপি ও রোহিঙ্গা ঢুকেছে বলেও বক্তরা অভিযোগ তোলেন। তাঁরা উপজেলা আওয়ামী লীগকে বিএনপি ও রোহিঙ্গামুক্ত করার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও শান্তির নামে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।
© Deshchitro 2024