|
Date: 2023-07-31 11:57:55 |
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর খাল পাড় এলাকার আব্দুর রশিদের নতুন বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আবদুল কাদের (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ ওঠেছে। আজ সোমবার সকাল ৯ টায় বিরোধীয় সম্পত্তিতে মমিনুল হক লিটনের নেতৃত্বে ঘর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে আব্দুল কাদের(৬৫) বাঁধা দিলে মমিনুল হকের নেতৃত্বে তার লোকজন বৃদ্ধ আবদুল কাদেরের বুকে রড ঢুকিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্হানীয় লোকজন গুরুতর আহত আবদুল কাদেরকে উদ্ধার করে দাগনভুইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সেনবাগ থানার সহকারী পরিদর্শক (এসআই) নোমান হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে
একই বাড়ীর মৃত নুরুল হকের ছেলে মো: মমিনুল হক লিটন(৪০) ও মমিনুল হকের ছেলে এবায়দুল হক আকাশ(২২) নামে পিতা পুত্রকে আটক করেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান,দাগনভূঞা থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ভিকটিমের মেয়ে নার্গিস আক্তার বাদী মামলা করায়
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার ভিকটিমের মেয়ে নার্গিস আক্তার জানান,মমিনুল হক লিটন ও তার ছেলে আকাশের নেতৃত্বে পরিকল্পিত ভাবে তার পিতাকে বুকে রড ঢুকিয়ে হত্যা করেছে। তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
© Deshchitro 2024