|
Date: 2022-09-18 10:31:56 |
কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা আনতে গিয়ে কোস্ট গার্ডের হাতে ২ হাজার ২ শ পিস ইয়াবাসহ আটক হয়েছে খাগড়াছড়ির রামগড় উপজেলার ওমর ফারুক( ৩০) ও গুইমারা উপজেলার ইব্রাহিম (৩১)নামে দুই যুবক।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ কোস্টগার্ড অফিসের সামনে তল্লাশী চৌকিতে একটি বাস হতে এই দুই ইয়াবা পাচারকারীদের আটক করা হয়।আটক ওমর ফারুক রামগড়ের ফেনিরকুল এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।ইব্রাহিম গুইমারার জালিয়াপাড়া এলাকার মৃত মুজাহার আলীর ছেলে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কাজী আল-আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে চট্টগ্রামগামী (চট্ট মেট্রো ব ১১-০৭৬৩) একটি বাসে তল্লাশী চালায় কোস্ট গার্ড সদস্যরা। এসময় সন্দেহ জনক দুই যাত্রীর সিটের নিচে লুকায়িত অবস্থায় কালো রং এর রেপিং করা একটি প্যাকেট হতে ২ হাজার ২ শ পিস ইয়াবা উদ্ধার করে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়।আটককৃতদের মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
© Deshchitro 2024