কুমিল্লার বরুড়ায়, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩১ জুলাই  ২৩  উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে ভাউকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর চ্যাম্পিয়ন হয়েছে পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানারআপ হয়েছে ভাউকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বরুড়া উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।এতে সভাপতিত্ব করেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব) মোঃ মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম পুরুস্কার বিতরণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024