|
Date: 2023-07-31 15:56:11 |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর চাটখিলে পাল্লা বাজার গণসংযোগ ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার রুহুল আমিন।
৩১ জুলাই (সোমবার) বিকেলে পাল্লা বাজারে পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের গেট থেকে গণসংযোগ শুরু হয়। এ সময় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি নৌকা মার্কায় ভোট চান। গণসংযোগে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।
গণসংযোগে উপস্থিত ছিলেন, চাটখিল সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024