|
Date: 2023-07-31 16:23:03 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের চিত্র দেখলেই মনে হবে যেন একটি সাধারণ নোটিশবোর্ড।
মেস ভাড়া, বাড়ি ভাড়া, টিউশন, আবাসন বাণিজ্যের পোস্টার সহ চোখে পড়বে নানান রকমের পোস্টার আর প্রচারণা।
সম্প্রতি ২৯, ৩০ ও ৩১শে মে ২০২৩ ইং এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর এই পরীক্ষা ঘিরেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাগানো হয় নানান আবাসন সুবিধা দিয়ে লেখা পোস্টার গুলো।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ২৫শে সেপ্টেম্বরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর ঘোষণা দিলে স্থানীয় মেস মালিকদের পোষ্টারের হিড়িক পড়ে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের বাজার জুড়ে।
এ থেকে বাদ পড়েনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও! দেখা গেছে, ফটকের উভয় পাশে একপ্রকার নোটিশবোর্ড বানিয়ে একের পর এক পোস্টার লাগানো হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিরব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে সবসময় প্রশাসনের ভূমিকা থাকে অনেক বেশি, কিন্তু প্রধান ফটকের এমন বেহাল দশা দেখে হতাশ শিক্ষার্থী ও শিক্ষকগণ।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিরাপত্তা রক্ষী আনসার বাহিনীর সদস্য দায়িত্বরত থাকলেও তাদের নজর নেই কোথাও! বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন অবাধে চলাফেরা করে অবাঞ্ছিত লোকজন! ঠিক তেমনি এসব অপকর্মও সংঘটিত হয় তাদের চোখের সামনেই! কিন্তু তাদের ভূমিকা থাকে যেন কাঠের পুতুলের মত।
এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তাদের মধ্যে একজন শিক্ষার্থী বার্তা বিচিত্রাকে জানায় "আমি অবাক হই যে প্রধান ফটকে নিরাপত্তারক্ষী থাকা সত্বেও কিভাবে এমন কাজ করতে পারে কেউ, তাছাড়া এগুলো নজরে আসার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে নীরব থাকে। সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে আরো সতর্ক থাকা উচিত"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে।
© Deshchitro 2024