|
Date: 2023-08-01 08:26:17 |
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে জহরুল ইসলাম জনিকে সভাপতি ও ফয়সাল আহমেদ রবিনকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সৈয়দ মনিরুজ্জামান লাজুককে সহ-সভাপতি করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
© Deshchitro 2024