আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা চেয়েছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ।

মঙ্গলবার (১ আগস্ট) জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায়  ডিসি প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত লোকজনের কাছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের আগাম সহযোগিতা চান।

ইসলামপুর উপজেলায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে সদ্য যোগদানকারী ডিসি মো. ইমরান আহমেদের পরিচিতি ও মতবিনিময় ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান।

এ সময় ডিসি মো. ইমরান আহমেদ তাঁর বক্তব্যে বলেন, 'আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবার সহযোগিতা চাই। নির্বাচনে একটা না একটা প্রতীক থাকবে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা সেটাই চাই।'

ডিসি মো. ইমরান আহমেদ বলেন, 'একাত্তরে এ দেশটি স্বাধীন না হলে, আমিও আজ ডিসি হতে পারতাম না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যেতে হবে। কোনো ধরনের অন্যায়-অনিয়ম করা যাবে না।'

ডিসি মো. ইমরান আহমেদ আরও বলেন, 'পদ্মসেতু নির্মাণে কেউ সাহস দেখাতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী বলেই পদ্মসেতু নির্মাণ সম্ভব হয়েছে। দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।'

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তার হোসেন, এ্যাসিল্যান্ড আশরাফ আলী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল,
পৌর মেয়র আব্দুল কাদের শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমীন, পিআইও মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল এবং ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

বক্তারা ইসলামপুরের শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিবাহ, আইনশৃঙ্খলা, কাঁসাশিল্প ও অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তোলে ধরলে  সমাধানে পরামর্শ দেন ডিসি মো. ইমরান আহমেদ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024