মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

ক্ষেতলালে কাগজে মোড়ানো কার্টুনের ভিতর থেকে দুই নবজাতকের মৃত ভ্রণ উদ্ধার।

জয়পুরহাটের ক্ষেতলালে নদীর পাশ থেকে কাগজে মোড়ানো কার্টুনের ভিতর থেকে আনুমানিক ছয় মাস বয়সী দুই নবজাতকের মৃত ভ্রন উদ্ধার করেছে থানা পুলিশ।প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছেন,অবৈধভাবে কেউ গর্ভপাত করে এখানে ফেলে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালের দিকে উপজেলার তুলশীগঙ্গা নদীর পাশে কাগজে মোড়ানো কার্টুনের ভিতরে দুই নবজাতকের মৃত ভ্রন দেখতে পায় স্থানীয়রা।পরে ক্ষেতলাল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে তুলশীগঙ্গা নদী(পৌরসভার ইকরপাড়া এলাকা) থেকে ওই দুই নবজাতকের মৃত এই ভ্রন উদ্ধার করে পুলিশ।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,এঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিললাম।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অবৈধভাবে কেউ গর্ভপাত করে দুই নবজাতকের মৃত ভ্রন এখানে ফেলে গেছেন। এঘটনায় সিআইডি পুলিশও ঘটনাস্থলে এসেছেন। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024