যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের শুভেচ্ছায় সিক্ত হন প্রধান শিক্ষক।

মঙ্গলবার (১ আগষ্ট ) সকালে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।উল্লেখ্য যে ১৯৮৮ সালে তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে সুনামের সহিত শিক্ষতার মত মহান পেশায় নিজেকে নিয়োজিত করেন। ২০১২ সালে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদার্পণ করেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধান শিক্ষক হিসেবে যোগদান করতে পারে তিনি নিজেকে ধন্য মনে করছেন, উল্লেখ্য যে তিনি নিজেই অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলেন,১৯৮১ সালে অত্র বিদ্যালয়ের অধিনে এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

বিদ্যালয়টি সার্বক বিষয়ে ভবিষ্যতে আরো অগ্রগতির জন্য শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতায় অভিভাবকবৃন্দকে তাদের সন্তানদের স্কুলে প্রেরণের জন্য উদ্বুদ্ধ করবেন এবং প্রতিষ্ঠানের ফলাফল অধিক ভালো করবেন বলে অভিমত ব্যক্ত করেন। 

এলাকার সর্বস্তরের জনগণ প্রধান শিক্ষক হিসেবে মোঃ মিজনুর রহমানকে নিয়োগ পাওয়ায় সাধুবাদ ও সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং স্কুলের ছাত্রছাত্রীরা তাকে ফুলেল শুভেচছা জানিয়েছে ।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024