আত্মজার আত্মা 


৮-ই ফেব্রুয়ারি ২০২২ সাল

বসন্ত ফুলের সৌরভে ভরা বাতাস,

আজ মন উতাল পাতাল।

শিহরণ জাগে প্রাণে,

ফুল আর কোকিলের সুর বাজে, 

নতুনের আগমনে।

বিদ্যুৎ গতিতে বয়ে যায় আনন্দ ধারা,

স্পর্শে জেগে উঠে আধমরা প্রাণ, 

সে আমার আত্নজার আত্মা। 


দুধে আলতা গায়ের রং,

স্নেহভরা চাঁদ মুখ। 

মায়াবী চোখের চাহনি, 

হাসিতে ছিল মুক্তাচ্ছটা।

নরম তুলতুলে দেহের প্রথম স্পর্শ, 

আমাকে দেয় স্বর্গসম প্রশান্তি, সে আমার আত্মজার আত্মা। 


সহসা এলো স্বর্গ কুটিরে, 

সাথে ছিল ফাগুনের উচ্ছ্বাস। 

ডালে ডালে কৃষ্ণচূড়া,শিমুলের লাল,

মাতাল প্রজাপতির ফুটফুটে রং।

নীলাঙ্গনে সহস্র রক্ত গোলাপ,

হৃদয় মাঝে এক আকাশ আনন্দ দোলা, 

সে আমার আত্মজার আত্মা। 


সোনার চামচ রুপার বাটি,

আমার ভালবাসার উপহার, 

আমার স্নেহ আমার আশীর্বাদ। আগামী দিন গুলো হোক, 

আলোময় উজ্জ্বল,

বাবা মায়ের স্বপ্ন সমান।

আমার বুলবুলি, কখনো ময়না, কখনো টিয়া,

আমার প্রানের স্পন্দন। 

সে আমার রাওনাফ,

আমার আত্মজার আত্মা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024