|
Date: 2023-08-02 14:18:30 |
শ্যামনগরে বাঘে ধরা পরিবার সহ অন্যান্য ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বাঘে ধরা পরিবার, সড়ক দূঘটনায় আহত, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ , প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে এক লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড,জি এম শোকর আলী, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।
ছবি- শ্যামনগরে বাঘে ধরা পরিবার সহ অন্যান্য ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
© Deshchitro 2024