|
Date: 2023-08-02 14:27:17 |
প্রেমের নন্দিনী-
আজও তোমায় মনের কথাটি বলতে পারিনি!
ভেবেছিলাম একদিন-
মনের কথাটি বলবো তোমায়,
যখন নিজ অজান্তেই-
তোমার সামনে গিয়ে দাড়ালাম।
তোমার ঐ মায়াবী কাজল পড়া -
সিন্ধ নয়নে নয়ন রাখলাম,
আমার সাজানো গুছানো মনের কথাও কেমন যেন হারিয়ে ফেললাম।
ওগো প্রেমের নন্দিনী,
আজও তোমায় মনের কথাটি বলতে পারিনি!
সেদিন ও ভেবেছিলাম বলবো তোমায়,
মনের কথা বলবো বলে,
আমারও পা, এক-পা,দু-পা করে এগিয়ে যায়।
কিন্তু হায়
মন বলে আমারে-
যদি তা শুনিয়া দুজনার বন্ধুত্ব যদি বৃথা যায়?
আপন অজান্তেই যদি-
আমার প্রেয়সী হৃদয়ে ব্যাথা পায়।
কিন্তু মন কি মনের কথা শুনতে চায়?
সে তো শুধু বলতে চায়!
ওগো প্রেমের নন্দিনী,
আজও তোমায় মনের কথাটি বলতে পারিনি!
এভাবেই বেশ কটা বছর গেল পেরিয়ে,
মেঘনার তীরে থাকতাম শুধু নিরবে দাড়িয়ে,
প্রেয়সী আমার কল্পনায় এসে দিতো তার স্পর্শময়ী হাত বাড়িয়ে।
সে প্রনয়ের কথা কানে কানে বলতো ফিসফিসিয়ে।
এভাবেই যেতো আমারে সে ভালোবাসা দিয়ে!
তবুও কেমন যেন একটা বৃথা কষ্ট যেতো আমারে তাড়িয়ে,
মন মনের কথা সে বলে আমারে-
যাবে একদিন তোর সব কিছু হারিয়ে।
মনের কথা শুনে শুধু হাসতাম,
আর মন কে বলতাম,
এতে সে পাবে না কোনো দিন তার কোমল মনে ব্যাথ্যা।
প্রেমের নন্দিনী জানতে পারবে না কখনো-
আমার জমানো মনের কথা!!
লেখক
ইয়াছিন আরফাত মঈন
শিক্ষার্থী ঢাকা কলেজ
© Deshchitro 2024