নাটোরের লালপুরে জান্নাতুল বৃষ্টি (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সে ওয়ালিয়ার ফল ব্যবসায়ী মোহাম্মদ বাবুর স্ত্রী ও ইসলামপুর গ্রামের সাইদুর ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে ওই দম্পতি তাদের মেয়েকে নিয়ে ওয়ালিয়া বাজারে আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকছেন।
প্রতিদিনের ন্যায় বাবু সকালে স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে ফলের আড়তে যায়। আড়ৎ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় পায়।
পরে শশুর বাড়িতে খবর দিলে শশুর বাড়ির লোকজনের কাছে মৃত্যুটা সন্দেহজনক হওয়ায় লাশ নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য স্বামী বাবুকে পুলিশ থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024