|
Date: 2023-08-03 05:47:19 |
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে ওই দম্পতি তাদের মেয়েকে নিয়ে ওয়ালিয়া বাজারে আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকছেন।
প্রতিদিনের ন্যায় বাবু সকালে স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে ফলের আড়তে যায়। আড়ৎ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় পায়।
পরে শশুর বাড়িতে খবর দিলে শশুর বাড়ির লোকজনের কাছে মৃত্যুটা সন্দেহজনক হওয়ায় লাশ নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য স্বামী বাবুকে পুলিশ থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
© Deshchitro 2024