কক্সবাজারের টেকনাফে মাদক কারবারি আটকের সময় বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে বিজিবি।


বৃহস্পতিবার (৩আগস্ট) বেলা ১টার দিকে টেকনাফ মডেল থানায় বিজিবি বাদী হয়ে এই মামলা দায়ের করেন।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জোবাইর সৈয়দ।


তিনি বলেন, টেকনাফ মাদক কারবারি আটকের সময় বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবির এক সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। এর মধ্যে সরকারি কাজে বাধা প্রদান ও হতাহতের ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে।


তিনি আরও বলেন, মামলার এজাহারভুক্তসহ অজ্ঞাতপরিচয় আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024